Denomination

Sunni

Description

They are located on Abul Khairat Road in Armanitola, Masjid Puran Dhaka. This mosque, decorated with blue stars on a white marble dome, was built in the early 18th century. The date of its construction was not engraved on the mosque. It is known that zamindar Mirza Golam Pir (Mirza Ahmad Jan) came to Dhaka's 'Mahalla Ale Abu Sayyid' (later named Armanitola) in the 18th century. He was the grandson of Mir Abu Sayyid, a wealthy man of Dhaka. Mirza built the mosque. It became well known as the mosque of Mirza Sahib. Mirza Ghulam Pir died in 1860. Later, in 1926, the then local businessman of Dhaka, Ali Jan Bepari renovated the mosque. At that time, Japanese colored sugar-tikiri materials were used in the mosaic work of the mosque.

 

 

তারা মসজিদ পুরান ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত। সাদা মার্বেলের গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে। মসজিদের গায়ে এর নির্মাণ-তারিখ খোদাই করা ছিল না। জানা যায়, আঠারো শতকে ঢাকার 'মহল্লা আলে আবু সাঈয়ীদ'-এ (পরে যার নাম আরমানিটোলা হয়) আসেন জমিদার মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান)। ঢাকার ধণাঢ্য ব্যক্তি মীর আবু সাঈয়ীদের নাতি ছিলেন তিনি। মির্জা মসজিদ নির্মাণ করেন। ‌মির্জা সাহেবের মসজিদ হিসেবে এটি তখন বেশ পরিচিতি পায়। ১৮৬০ সালে মারা যান মির্জা গোলাম পীর। পরে, ১৯২৬ সালে, ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী, আলী জান বেপারী মসজিদটির সংস্কার করেন। সে সময় জাপানের রঙিন চিনি-টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকাজে।

 

 

Location
  • No comments yet.
  • Add a review