School Type
Description
ধানমন্ডি গভ বয়েজ হাই স্কুল নামে সরকারি মাধ্যমিক বিদ্যালয়টির আত্মপ্রকাশ ও কার্যক্রম শুরু ১৯৬৫ সালে। ঢাকা শহরের রাজপথ মানিক মিয়া এভিনিউ যেখানে মিরপুর সড়ক এসে মিলিত হয়েছে ঠিক সেখানেই ভৌগলিক অবস্থান স্বনামধন্য এই বিদ্যালয়ের।
দেশব্যাপী প্রথম সারির মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম, বিশেষ করে ঢাকা শহরের শ্রেষ্ঠ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গৌরব অর্জনকারী প্রতিষ্ঠানটি সূচনা লগ্ন থেকেই দেশপ্রেমিক, সৎ, আদর্শ ও নিষ্ঠাবান আলোকিত মানুষ গড়ার ব্রত নিয়ে প্রতিটি কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করে আসছে। ফলশ্রুতিতে এই প্রতিষ্ঠানটির বহু শিক্ষার্থী নিজ মেধা, যোগ্যতা ও মননশীলতায় দেশ-বিদেশে সু-প্রতিষ্ঠিত। বিদ্যালয়টির ঐতিহ্য বজায় রাখা এবং একে আরও সমৃদ্ধ করার দৃঢ় প্রত্যয় নিয়ে নিরলসভাবে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালনে প্রধান শিক্ষকের বলিষ্ঠ নেতৃত্বে সহকারি প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, অফিস সহকারি ও এম.এল.এস.এসগণ সদা প্রস্তুত।
১৯৬৫ সালে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু হয়। ১৯৭৩ সালে সম্পূর্ণ আলাদা শিক্ষক নিয়ে এতে সংযুক্ত হয় বেসরকারি ফিডার শাখা। এই ফিডার শাখায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়ে থাকে। পরবর্তীতে ১৯৯১ সালে সরকারিভাবে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রভাতী শাখায় পাঠদান কার্যক্রম চালু হয়।
বর্তমান বিদ্যালয়টি দুটি শাখায় বিভক্তঃ প্রভাতী এবং দিবা। প্রভাতী শাখায় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং দিবা শাখায় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু রয়েছে। সংযুক্ত ফিডার শাখা-বেসরকারিভাবে প্রভাতী শাখায় তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।
Zim
April 2, 2023 at 1:18 amGood