Denomination

Sunni

Description

Binat Bibir Mosque is a medieval mosque located in the old Dhaka area of ​​Dhaka city, Bangladesh. Located on the north side of Narinda Pool, this mosque was built by his daughter Musammat Bakht bint Bibi during the reign of Sultan Nasiruddin Mahmud Shah in 861 Hijri, i.e. 1457 AD.

Binat Bibir Mosque located in Narinda, Dhaka city, in 2016
The ancient pool of Narinda beside which the mosque is located is called Hayat Bepari Pool. The mosque is square, and has two domes and four minarets. This mosque is believed to be the oldest Muslim structure in Dhaka.

 

বিনত বিবির মসজিদ বাংলাদেশের ঢাকা শহরের পুরানো ঢাকা এলাকায় অবস্থিত একটি মধ্যযুগীয় মসজিদ। নারিন্দা পুলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে ৮৬১ হিজরি সালে, অর্থাৎ ১৪৫৭ খ্রিষ্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে তার কন্যা মুসাম্মাত বখত বিনত বিবি এটি নির্মাণ করান।

ঢাকা শহরের নারিন্দায় অবস্থিত বিনত বিবির মসজিদ, ২০১৬ সালে নারিন্দার যে প্রাচীন পুলের পাশে মসজিদটি অবস্থিত, তার নাম হায়াত বেপারির পুল। মসজিদটি চৌকোনা, এবং এতে দুইটি গম্বুজ ও চারটি মিনার রয়েছে। এই মসজিদটি ঢাকার সবচেয়ে পুরাতন মুসলিম স্থাপনার নিদর্শন হিসাবে অনুমিত।

Location
  • No comments yet.
  • Add a review