Denomination

Sunni

Description

Baitul Aman Jame Masjid is located in Barisal district of Bangladesh. It is also known as Guthia Mosque. It is one of the largest Jama Masjid in Asia. There is an Eidgah Maidan with a capacity of more than 20,000. S Sarfuddin Ahmed, a businessman of Changuria village, bore the cost of its construction. Large pond to the right of the main entrance to the complex. The mosque is situated on the western side of the pond and its minaret is about 193 feet high.

বাইতুল আমান জামে মসজিদ বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত। এটি গুঠিয়া মসজিদ নামেও পরিচিত। এটি এশিয়ার অন্যতম বৃহৎ জামে মসজিদ। এখানে ২০ হাজার অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ্ ময়দান রয়েছে। চাংগুরিয়া গ্রামের ব্যবসায়ী এস সরফুদ্দিন আহমেদ এটির নির্মাণ ব্যয় বহন করেন। কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডানে বড় পুকুর। পুকুরের পশ্চিম দিকে মসজিদ অবস্থিত এবং এর মিনারটির উচ্চতা প্রায় ১৯৩ ফুট।

ইতিহাস

এস. সরফুদ্দিন আহম্মেদ গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ-এর নির্মাণ কার্যক্রম শুরু করেন ২০০৩ সালের ১৬ ডিসেম্বর। মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন হয় ২০০৬ সালে। মসজিদ নির্মাণে খরচ হয়েছে ২১ কোটি টাকা। গুঠিয়ার নামেই ৮ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি পরিচিতি লাভ করে।

স্থাপত্যশৈলী

১৪ একর জমির উপর স্থাপিত এই মসজিদটিতে ব্যবহার করা হয়েছে উন্নমানের কাঁচ, ফ্রেম, বোস স্পিকার। এতে একসাথে প্রায় ১৫শ’ মুসল্লি নামাজ পড়তে পারে। এর মিনারের উচ্চতা প্রায় ১৯৩ ফুট। মসজিদের নির্মাণশৈলীতে এশিয়া, ইউরোপ ও মধ্য প্রাচ্যের নামকরা মসজিদের ছাপ লক্ষ করা যায়। মসজিদটি তত্ত্ববধানে ৩০ জন কর্মচারী সবসময় নিয়োজিত থাকে। এখানে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে।

এছাড়া মসজিদটির সীমানার মধ্যে ঈদগাহ্ ময়দান, দিঘি, এতিমখানা, ডাকবাংলো, গাড়ি পার্কিং ব্যবস্থা, লেক, পুকুরসহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান রয়েছে। একটি হ্যালিপেডও রয়েছে।

Location
  • No comments yet.
  • Add a review